মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।।
আজ ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পাক-হানাদার মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করে। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাকহানাদার বাহিনী নাসিরনগরে তাদের বিপুল সংখ্যক সৈন্য ও এদেশীয় দোসর,রাজাকার,আল-বদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার ফুলপুর ,নুরপুর,কুলিকুন্ডা,সিংহগ্রাম ও তিলপাড়া গ্রামবাসীর উপর চালায় নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘরবাড়িতে। পাকবাহিনীর অমানবিক নির্যাতনে বহু লোক নিহত ও আহত হয়। ১৯৭১ সালের ত্রই দিনে মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা থানা অভ্যন্তরে (পুলিশ ষ্টেশন) স্বাধীন বাংলাদেশের পতাকা উওোলনের মাধ্যমে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন।