চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সদর ইউনিয়নের নরপতিস্থ এতিমখানা মাঠে উপজেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম – আহ্বায়ক আঃ মান্নান রুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউ/পি চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিযাকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির সহ – সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত আলী, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম – আহ্বায়ক রফিক তালুকদার। এতে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম – আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, উপজেলা ছাত্রদল নেতা ঈসা খাঁন, আশিকুর রহমান আশিক, এস আর রুবেল মিয়া, শাহনুর আলী খাঁন, মীর হোসেন, শাহীন মিয়া, জমির মিয়া, আলাল মিয়া, সোহাগ আহমেদ প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসান ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম – আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গ্রেফতারের নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন এবং আগামী পৌর নির্বাচনসহ সকল নির্বাচনে দলীয় প্রতীকে পক্ষে কাজ করার আহ্বান জানান।