খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট পৌর নির্বাচনে মেয়র পদে ২ স্বতস্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে বাতিল করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর মনোনয় পত্র ত্র“টি জনিত কারনে তাদের মনোনয় পত্র বাতিল করেন।
রিটার্নিং অফিসার জানান, পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এস.কে ইফতেখারুল গনি (স্বতন্ত্র) মনোনয়ন পত্রের ৪টি পেজের ১টিকে তিনি স্বাক্ষর করেননি। যাহা যাচাই-বাচাই কালে ধরা পড়লে মনোনয়ন পত্রটি বাতিল করা হয়।
অন্যদিকে মীর সায়েব আলী (স্বতন্ত্র) প্রার্থীর ১’শ জন ভোটারের স্বাক্ষর তালিকায় ৫ জন স্বাক্ষরকারী স্বাক্ষর যাচাই-বাচাই করা হয়। এর মধ্যে ৪জনের স্বাক্ষরের মিল পাওয়া গেলেও ১জন প্রবাসে অবস্থান করছেন বলে তদন্তে পাওয়া যায়। ফলে মনোনয়ন পত্রটি বাতিল বলে গণ্য হয়। আগামী ৩০ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু ও আওয়ামীলীগ মনোনিত মেয়র সাইফুল আলম রুবেল এর মধ্যে ভোট যুদ্ধে হবে। কে হচ্ছেন চুনারুঘাট পৌরসভার মেয়র।