এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরের আলম বাজার থেকে দুই মদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকরা হল বানিয়াচং উপজেলার পুরান পাতারিয়া গ্রামের মৃত সঞ্জব আলীর পুত্র তোরাব আলী (৫০), ও তাইলা গ্রামের মৃত জহুর আলীর পুত্র আসমত আলী (৩৫)। গতকাল শুক্রবার বিকালে ডিবির এসআই ইকবাল বাহার এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে টমটম থেকে তাদেরকে আটক করে। পুলিশ জানায় তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল।