নিজস্ব প্রতিনিধি : শায়েস্তগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ফরিদ আহমদ অলি, আওয়ামী লীগ প্রার্থী মোঃ ছালেক মিয়া, সতন্ত্র বিএনপি নেতা আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতাউর রহমান মাসুক, রকিব আহমেদ ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, কামাল আহমেদ ও ন্যাশনাল পিপলস পার্টির খালেতা বেগম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পুর্ণিমা রানী বর্ধন পূজা, নাজমা আক্তার, মোছাঃ আয়েশা, মোছাঃ রেহেনা তরফদার, রীনারানী সুত্রধর. মোছাঃ কাজল বেগম ও আছমা আক্তার। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মাজেদা খাতুন, রাহেনা খাতুন, আফসানা ডলি, শিউলী বেগম, জেসমীন আক্তার ও তুলনা আক্তার চৌধুরী। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে তহুরা খাতুন ও মফিয়া বেগম।
সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন ১নং ওয়ার্ডে আব্দুল আজিজ, মর্তুজ আলী, মাখন মিয়া, রজব আলী, আব্দুস শহীদ ও আহমেদ আলী। ২নং ওয়ার্ডে আসম আফজল আলী ও আব্দুল জলিল। ৩নং ওয়ার্ডে মোঃ মাসুক মিয়া ও মাসুদুজ্জামান মাসুদ। ৪নং ওয়ার্ডে জালাল উদ্দিন মোহন ও মুখলিছ মিয়া। ৫নং ওয়ার্ডে সিপন মিয়া, ইছন মিয়া, আব্দুল গফুর ও শাহ মোঃ এমরান। ৬নং ওয়ার্ডে আফজল মিয়া, নজরুল ইসলাম, আব্দুল হক, নোয়াব আলী ও আবু আহমদ বেলু চৌধুরী। ৭নং ওয়ার্ডে তাহির মিয়া খান, এম এ আহাদ, শফিকুল আলম ও বাবুল মিয়া। ৮নং ওয়ার্ডে জুনায়েদ মিয়া, তৌহিদুল হক, আবু তাহের তালুকদার, খায়রুল আলম ও টিএম আফজাল হোসেন। ৯ নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন, সপ্তম পাল চৌধুরী ও সাইদুর রহমান।