এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার বালিকান্দি গ্রামে চাঞ্চল্যকর স্কুল ছাত্র লায়েছ চৌধুরী (১৩) হত্যা মামলার আটক প্রধান আসামী রিপন মিযা (২৪) আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এর আগে পুলিশ সুপার কার্যালয়ে তাকে নিয়ে এক প্রেস বিফ্রিং করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, গত বুধবার ভোরে হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজী ও পুলিশ লাইনের এসআই আব্দুলাহ জাহিদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং শাহ মঞ্জুর হাফিজিয়া মাদ্রাসা থেকে রিপনকে আটক করে এবং ওইদিন তাকে নিয়ে অন্য আসামীদের ধরতে সাড়াশি অভিযান চালানো হয়। আরো জানান রিপন তাদের কাছে স্বীকার করেছে তার মা জেসমিন চৌধুরীর সাথে পরকীয়া সম্পর্ক ছিল।
বিষয়টি লায়েছ জেনে ফেলে এবং তার প্রবাসী পিতাকে জানাবে বলে হুমকি প্রদর্শন করলে লায়েছকে হত্যা করে সে। প্রেস বিফ্রিং শেষে গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে নিশাত সুলতানার আদালতে রিপন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের সারাজ মিয়ার পুত্র।