মোযযাম্মিল হক, ছাতিয়াইন, মাধবপুর থেকে:
মাধবপুর উপজেলার রতনপুর রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে চোরিকৃত গরুসহ সোহেল মিয়া (২২) নামের এক গরু চোরকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় জনতা গরুচোরকে আটক ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুল আউয়ালের কাছে তাকে সোর্পদ করে।
আটককৃত গরুচোর সোহেল মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- ৩০ নভেম্বর রাতে পিয়াইম গ্রামের রাজকুমার সরকারের একটি গরু চুরি হয়। ওই চোরিকৃত গরুটিকে অন্যত্র নিয়ে বিক্রি করার সময় রতনপুর স্টেশন এলাকা থেকে আটক করা হয়।