দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দীর্ঘদিন যাবত স্থানীয় সরকার বিভাগের উপ সচিব, যুগ্ম সচিব পর্যাক্রমে অতিরিক্ত সচিব হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সরকার বিভাবের যুগ্ম সচিব থাকাকালিন সময়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
অশোক মাধব রায় সবিচ পদে উন্নিত হওয়ায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বুধবার রাতে এক বার্তায় অভিনন্দন জানান- প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল রকিব ও সাধারণ সম্পাদক হারুন সাঁই।
আরেক প্রেসবার্তা অশোক মাধব রায়কে অভিনন্দন জানিয়েছেন “দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম”র সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু ,নিবার্হী সম্পাদক মিজানুর রহমান সুমন ও বার্তা সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ ।