হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করার দাবিতে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অর্নাস পড়ুয়া শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী মীর মো. নূরুল হক।
তানভীর আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী- মো. আব্দুল হাকিম, সামরিনা নওশীন দীনা, মো. ইকবাল হোসাইন, জুনিয়া সুলতানা, তমাল কান্তি দাশ,শারমীন আক্তার,কমল বিশ্বাস,মোছাব্বির চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগন অতিদ্রুত ৪র্থ বর্ষের ফলাফল সংশোধন করে পুনরায় প্রকাশ করার দাবি জানান।
শিক্ষার্থীরা জানান- দাবি না মানলে ছাত্রসমাজকে নিয়ে গণদূর্বার আন্দোলন গড়ে তুলাসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশ হয় গত ২৬ নভেম্বর। যেখানে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থানা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, প্রানী বিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগসহ অসংখ্য শিক্ষার্থীদের ফলাফল ঋ গ্রেড এসেছে।