এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের তালিবপুর ও শাহজালালপুর গ্রামে ধান কাটা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলে। আহত সূত্রে জানা যায়, একটি ফসলি জমি নিয়ে তালিবপুর গ্রামের সাজু মিয়া ও শাহজালালপুর গ্রামের আমিনুল হকের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বিকালে উভয়পক্ষের লোকজন ওই জমিতে ধান কাটতে গেলে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা চলে। এতে উলেখিতরা আহত হয়। টেটাবিদ্ধ অবস্থায় আমিনুল (২০) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আলামিন (২২), আলেয়া (২৫), রাফিয়া (৪০), সাজু (২২), আরজুদা বেগম (২৬), আছকির মিয়া (২০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।