বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুহেল আহমদ চৌধুরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ বিশ্বনাথের নেতৃবৃন্দ।
নিন্দা জ্ঞাপনকারীরা হলেন কদর আলী, নূরুল মিয়া, তারেক আহমদ খজির, সেবুল খান, হেলাল আহমদ, খালেদ আহমদ, শাহজাহান আলী, সুমন মিয়া, জাহাঙ্গীর, সাদেক আলী, মো. শেখ শাহজাহান, আক্তার আলী, সাজ্জাদ আলী শিপলু, জিয়াবুর রহমান, মোহাম্মদ আলী, ওয়েদা, জুবেল, সুবির, বদরুল ইসলাম, ময়নুল ইসলাম, এ.কে. রাজু, সালাম, ফরিদুল ইসলাম, রুপন, সাহাবউদ্দিন সেবুল, শামছুল ইসলাম মুমিন, রাজন মিয়া, লিটন, রামিম আহমদ, শামীম আহমদ, হেলাল আহমদ, আব্দুর রব, জিয়াবুর রহমান, ফয়ছল, একরাম, সুমন, আনসার, ছামির আলী, সাহেদ, নিজাম, সাহেদ (২), মামুন, রাসেল, জয়, আবিদ, আশরাফুল, সোহাগ, বদরুল, সুহেল, কালাম, সুমন (২), দিলোয়ার, আক্তার, রবিন, রাফজান, ইমু, ফখরুল, রিপন, পিয়াস, সাজু, সাজন, কলিম, আনসার আলী, কদ্দুছ আলী, কবির, ছামির, ছিদ্দেক আলী, ফারুক আলী, খয়রুল ইসলাম প্রমুখ।