হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে ওই কোর্টের বিচারক কিরণ শংকর হালদার এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ অক্টোবর গভীররাতে জলসুখা প্রকাশ মাধবপাশা গ্রামের কনু উল্লার কন্যা দুবাই প্রবাসীর স্ত্রী ফুল চাঁন বিবি (২০) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় প্রতিবেশী জালু হোসেনের পুত্র লম্পট সানু মিয়া (৩০) তাকে তুলে নিয়ে নির্জনস্থানে ধর্ষণ করে পালিয়ে যায়।
এব্যাপারে ফুল চাঁন আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে গতকাল এ মামলার রায় প্রদান করা হয়। রায় চলাকালে আসামী সানু পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মাছুম মোল্লা।