মোঃ রহমত আলী ॥ আগামী জানুয়ারী বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাকোসান আন্তর্জাতিক সম্মেলন শেষে অংশ গ্রহনকারী দেশী বিদেশীরা বানিয়াচং উপজেলা সদরে ফিল্ড ভিজিটে আসছেন। সাকোসান আর্ন্তজাতিক সম্মেলন উত্তর ফিল্ড ভিজিটকে সফল করার লক্ষ্যে ইউনিসেফ, জিও, এনজিও এবং স্থানীয় কর্তৃপক্ষ এক মতবিনিময় সভা বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, ইউনিসেফ ওয়াশ স্পেশালিষ্ট জাকারিয়া আগবেরেমি (বিসি), জনস্বাস্থ্য হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউএসটি পিএম একেএম রফিকুল ইসলাম, আব্দুল খালেক, শিক্ষা অফিসার মিহিরলাল আচার্য্য, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, শেখ সুজা উদ্দিন, ইউএসটি কর্মকর্তাদের মতবিনিময় সভা উপজেলা কো-অর্ডিনেটর রাজু আহমেদ, বদরুল আলম সুমন, একে আজাদ প্রমুখ।
পূর্বাহ্নে ইউনিসেফ প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাস্থবায়নাধীন ইউনিসেফের প্রকল্প পরিদর্শন করেন।