মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কনফারেন্স হল রুম-এ ডিমান্ড সইড ফাইনান্সিং মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম বিষয়ে কমিউনিটি ওরিয়েন্টশন সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা আশরাফি লিপি। প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। ডিএসএফ কোয়ালিটি ম্যানেজার এ,কে,এম খায়রুল বাসার এর সঞ্চালনায় বিষয় ভিত্তিক বক্তৃতা করেন মেডিক্যাল অফিসার ডাঃ কায়ছার রহমান, ডাঃ জামাল আহমেদ, শিক্ষা অফিসার মিহিরি লাল আচার্য্য, ব্র্যাক আইডিপি সমন্বয়কারী রেহানা আক্তার, ডিএসএফ সহকারী আহমেদ হোসেন, মেম্বার আম্বীয়া খাতুন, মাজেদা বেগম, সৈয়দা হাছনেয়ারা, ফালগুনী দাশ, এফআইভিডিবি টিও বরুন চন্দ্র সরকার, মেম্বার রাহেলা হক, মমতাজ বেগম, শহীদুর রহমান চৌধুরী, রিনা বেগম, শারমিন সুলতানা, শিরিকা বেগম, হুসনেআরা, মনিরা খাতুন, মোঃ পারভিন আক্তার প্রমুখ। সভায় বক্তাগন ভাউচার স্কীমের মাধ্যমে দরিদ্র গর্ভবতী মহিলাদের চাহিদাকে প্রাধান্য দেয়া হচ্ছে, এই স্কীম একদিকে যেমন দরিদ্র গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রহন করার আগ্রহ বাড়াবে।
অন্যদিকে মহিলাগন তাদের পছন্দ অনুযায়ী সেবাদানকারীর কাছ থেকে সেবা গ্রহন করার সুযোগ ও পাচ্ছে বলে বক্তাগন অভিমত ব্যক্ত করেন।