চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দুপরাজ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুরিশ।
সোমবার ভোররাতে উপজেলার রেমা চা বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপরাজ মিয়া কোনাগাঁও গ্রামের আঃ ছমেদের পুত্র।
চুনারুঘাট থানার এসআই হারুনুর রশীদ জানান, গ্রেফতারকৃত দুপরাজ মিয়া নারী ও শিশু নিযার্তন মামলার পলাতক ওয়ারেন্টের আসামী। সে এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রবাসে ছিল। দুবাই থেকে ফেরত আসলে পুলিশের হাতে গ্রেফতার হয়।