এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের বিভিন্নস্থান থেকে প্রধানমন্ত্রী ও এমপি আবু জাহিরের ছবি সম্বলিত ফেষ্টুন ও পোষ্টার কে বা কারা নিয়ে গেছে। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রীয়া দেখা দিয়েছে।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জানান, গত শনিবার রাতে কে বা কারা শহরের হাসপাতাল ফটক, সার্কিট হাউজের মোড়, থানার সামনসহ বিভিন্ন এলাকায় তাদের লাগানো প্রধানমন্ত্রী ও এমপি আলহাজ্ব আবু জাহিরের ছবি সম্বলিত ফেষ্টুন ও পোষ্টার কে বা কারা নিয়ে যায়।
তারা ধারণা করছেন দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর হবিগঞ্জ শহরে অরাজকতা সৃষ্টির জন্য এসব নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর সহ কয়েকজন নেতাকর্মী জানান, তাদের লাগানো পোষ্টার ও ফেষ্টুন নিয়ে যাওয়ায় তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।