হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মহিলা কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এমপি আবু জাহির সমাজে নারীদের অগ্রযাত্রাকে আরও সহজ করতে মহিলা আওয়ামী লীগকে ভূমিকা পালন করার জন্য মহিলা আওয়ামী লীগ নেত্রীদের প্রতি আহবান জানান।
হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা খাতুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা বেগমের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক আছমা জেবিন ঝুমু এমপি, দপ্তর সম্পাদক কামরুন্নেছা মান্নান ও সদস্য দিলারা জামান।
বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভানেত্রী আলেয়া আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, লুৎফুন্নাহার স্মৃতি, শাহান আরা চৌধুরী, তাহেরা চৌধুরী, সৈয়দা লতিফুন্নেছা ঝর্ণা, জেলা যুব মহিলা লীগ সভানেত্রী মেহেরুন্নেছা মধু, শারমিন আলমগীর, জাহান আরা নার্গিস প্রমুখ।
এছাড়াও সকল উপজেলার মহিলা লীগ সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।