এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে নিরক্ষরতা দূরীকরণের এক নৈশ বিদ্যালয় স্থাপন করা হয়েছে। গ্রামের শিক্ষিত বেকার যুবকদের উদ্যোগে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। যুবকরা স্বেচ্ছাশ্রমে এ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত করছেন। প্রতিদিন সন্ধ্যায় অর্ধ শতাধিক বয়স্ক ও যুবক শিক্ষার্থীদেরকে ওই বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। হবিগঞ্জ জেলার মধ্যে এই প্রথম কোন নৈশ বিদ্যালয় স্থাপন করা হল। এর প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ তোজাম্মেল হোসেন। রিচি গ্রাম ছাড়াও আশপাশের গ্রাম থেকে বিভিন্ন বয়সের নিরক্ষর লোকজন ওই স্কুলে আসছেন। এ স্কুলে ৭ জন শিক্ষক রয়েছেন। এর মাঝে প্রধান শিক্ষক হিসেবে রয়েছে প্রতিষ্ঠাতা তোজাম্মেল হোসেন নিজেই। অন্য শিক্ষকরা হলেন শাহ আলম, শামীম আহমেদ, আব্দুলাহ, জাহাঙ্গীর আলম, সেলিম মিয়া ও তোফাজ্জল। তারা জানান, রিচি গ্রামকে নিরক্ষরমুক্ত করতেই তাদের এ উদ্যোগ। এখানে ভর্তি হতে কোন টাকা পয়সা নেয়া হয়না। বিনা খরচেই সবাই পড়ালেখা করতে পারেন।