সৈয়দ শাহান শাহ্ পীর : ঘাসের ডগায় শিশির বিন্দুর আলতো পরশ
মিষ্টি রোদের স্নিগ্ধতা জানিয়ে
দিচ্ছে অগ্রহায়ন মাসটি সরশ।
এসেছে বাঙ্গালীর প্রধান
কৃষিজাত ধাঁন কাঁটার দিন এখন
আরো অনেক সবজি তুলছে দিয়ে মন।
কৃষকের বাড়ীঘর উঠানে
ভরে উঠছে নতুন ধানে।
ছড়াচ্ছে ধান আর সবজির গন্ধ
বাংলার মানুষ নেই এখন মন্দ।
নবঅন্নের ঘ্রাণে
কৃষক কাটছে ধান মনে প্রাণে।
বাঙ্গালীর জীবনে পড়েছে নবঅন্ন
ঘরে-বাইরে উৎসব মূখর নবান্ন।
আবহমান বাংলার চিরায়ত রূপ এখন
পিঠাপুলির সমারোহ মাতাল মন।
গ্রামীণ জীবন আর নগর জীবন
সব জীবনে এনে দিয়েছে উৎসবপ্রীয় পরিবেশন।
হেমন্তের হলুদ সবুজ রঙেঁ রাঙাঁ
ভোরের প্রকৃতি মিষ্টি রোদ আকাশে দিয়েছে উঁকি
ঠিক এমন সময় লিখেছি কবিতাটি আমি।