নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার “তারুন্য দিনারপুর সেচ্ছায় রক্তদাতা পরিবার” এর পক্ষ থেকে গতকাল দেবপাড়া ইউনিয়নের সদরঘাট (ফকির পাড়া) হাজী শাহ আঃ রুপ সরকারী প্রাথমিক বিদ্যালয় এ ২০১৫ এর পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষা উপলক্ষে ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্টানে মিলাদ মাহফিল ও কিছু উপহার সামগ্রী বিতরন করা হয়।
এতে অন্যান্যের বক্তব্য রাখেন, শাহ শাদত আলী, কাজী আবু সালেহ, শাহ আজিজুর রহমান, শাহ কাশেম আরাফাত, শাহ তোফায়েল আহমদ (আয়েন শাহ), ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা আক্তার প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় উক্ত বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, অভিবাবক বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ তারুন্য পরিবারের সকল সদস্য বৃন্দসহ অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।