এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা নামকস্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামের সাইফুল (২০) ও শহরের নোয়াবাদ গ্রামের কাওছার মিয়া (১৮) বানিয়াচংয়ের যাবার পথে উলেখিতস্থানে পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে তারা আহত হয়। লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।