মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।।
হবিগঞ্জ মাধবপুরে মধ্যরাতে ১৫টি প্রাইভেট কার গাড়িতে অবিরাম গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়িগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল হাইওয়ে ইন এর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উক্তস্থানে পার্কিং করে রাখা ১৫টি প্রাইভেট কারে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এতে গাড়িগুলোর আংশিক ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
হবিগঞ্জ শহরের পৌদ্দার বাড়ি এলাকার কামাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক কামাল মিয়া বলেন, ঘটনার পর হাইওয়ে ইন হোটেলের সামনে গিয়ে তিনি দেখতে পান তার গাড়িসহ ১৫টি গাড়ি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে।
এক্স নোহা ব্রান্ডের তার গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে, এ ঘটনার পর মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে জগদীশপুর, তেমুনিয়া ও মাধবপুর বাজারে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
তবে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন, গাড়িতে গুলির কোনো ঘটনা ঘটেনি। তবে দুর্বৃত্তরা ঢিল ছুড়েছে বলে আমরা খবর পেয়েছি।