মোঃ রহমত আলী ॥ আজ সোমবার মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর প্রধান জগৎ জ্যোতি দাসের ৪৫তম মৃত্যু বার্ষিকী । মুক্তিযুদ্ধেও চলাকালিন সময় দুর্ধর্ষ গেরিলা বাহিনীর প্রধান জগৎজ্যোতি দাস শ্যাম ১৬ নভেম্বর ঐতিহাসির বদলপুর যুদ্ধে সম্মুখ সমরে পাক বাহিনীর ব্রাস ফায়ারের গুলিতে নিহত হয়েছিলেন। বীর উত্তম শহীদ জগৎজ্যোতির নিহতকালীন সহযোদ্ধা ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তার স্মরণে ইউপি কমপ্লেক্স মিলনায়তআেজ বিকালে ৩টায় স্মরণ সভার আয়োজনে করা হয়।
বানিয়াচঙ্গে দক্ষতা ও প্রযুক্তি নিয়ে আলোচনা সভা মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গে দক্ষতা ও প্রযুক্তি নিয়ে জনসচেতনতা বৃদ্ধিকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেস মিলনায়তনে ইউনিকেয়ার এনজিও’র উদ্যোগে রোববার দুপুওে এর আয়োজন করা হয়।
ইউনিকেয়ার চেয়ারপার্সন ও সাংবাদিক কামরুল হাসান কাজল এর সভাপতিত্বে নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক জামাল উদ্দিন আলফু, মনোয়ার হোসেন মনু, হাবিবুর রহমান, মানবাধিকার কর্মী মোতাব্বির হোসেন, আব্দুর রব, আলমগীর মিয়া, আঃ মুকিত, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মঞ্জিল মিয়া, বানিয়াচং উপজেলা উদ্যোক্তা ফোরাম এর সভাপতি আনছার আলী, সাংবাদিক আনোয়ার হোসেন ও উপজেলা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন প্রমুখ।