মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসা প্রতিষ্টানে কে ৭২হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা ১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচলনায় করা হয়।
এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ উক্ত আদালতে পরিচালনায় অংশনেয়। পরিবেশ সংরক্ষন আইনের বিধি লংঘন করার অভিযোগে বাহুবল উপজেলার ভাইভাই ইটভাটাকে ৪০ হাজার টাকা, হবিগঞ্জ সদর উপজেলার বুলকোট এলাকায় ভরসা ইটভাটাকে ৩০হাজার টাকা এবং হবিগঞ্জ শহরে শায়েস্তানগর পইল রোডে এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অভিযোগে ফারুক টেডার্স কে ১হাজার, ব্যবসায়ী সজল গোপ কে ৫শ ও ফল ব্যবসায়ী ফরিদ মিয়াকে ৫শ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।