হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে পুলিশ সুপারের বাসভবন ও সার্কিট হাউজের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ৯টায় এ বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে কতিপয় দুর্বৃত্ত পুলিশ সুপারের বাসভবনের সামনে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বোমাটি বিস্ফোরিত হলে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার আলামত উদ্ধার করেন। এ ঘটনার পর পুলিশ সুপারের বাসভবনের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহমূলকভাবে মোটর সাইকেলসহ কয়েক জনকে আটক করা হয়। এদিকে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের পর থেকে শায়েস্তানগর এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। সন্ধ্যায় শায়েস্তানগর এলাকার প্রবেশমুখ সার্কিট হাউজ পয়েন্ট, চিড়িয়াখানা রোড, পইল রোড ও শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার আকষ্মিকতায় সদর থানার গেইট বন্ধ করে থানায় প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। গেইটে নাম পরিচয় লিপিবদ্ধ করে বিশেষ কয়েকজনকে থানার ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।