শাহ মোস্তফা কামাল ,শায়েস্তাগঞ্জ,( হবিগঞ্জ )প্রতিনিধি ॥ সম্প্রতি কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ এর ৭১ সদস্য বিশিষ্ট জেলা শাখা গঠন করা হয়েছে। আগামী ২ বছর ১৬ অক্টোবর ২০১৭ ইং পর্যন্ত কার্যনির্বাহী কমিটির মেয়াদ বলবৎ থাকবে ।
গত ১৬ অক্টোবর কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছড়াকার তৌহিদুল ইসলাম কনক হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশ এর বাংলা সাহিত্য সম্মেলনে উক্ত কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেন এবং বিগত কমিটি বাতিল ঘোষনা দেন। সেই ধারাহিকতায় – বিশিষ্ট প্রবীণ লেখক কবি ডাঃ নন্দ দেব রায় নানু কে সভাপতি ,সহ সভাপতি যথাক্রমে, নওরোজুল ইসলাম চৌূধুরী , কবি অপু চৌধুরী, বিশিষ্ট নাট্যকার প্রভাষক জালাল উদ্দিন রুমি, কবি আব্দুল কদ্দুছ বিশ^াস, কবি সংসদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট কবি মোঃ আব্দুল হক রেনু কে সাধারণ সম্পাদক , কবি সৈয়দ শাহান শাহ পীর কে যুগ্ন সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক কবি সঞ্জয় দাস ও কবি দিল নৌশিনা আক্তার নমি, সাংগঠনিক সম্পাদক কবি আশাহিদ আলী আশা , সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে , সাংবাদিক মাওঃ কে এম শামছুল হক , কবি আব্দুল আউয়াল আখঞ্জী, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, মোঃ আবুহেনা, মাষ্টার মোঃ শফিউল হক, মাষ্টার মোঃ ফজলুল হক, আশীষ রায়, হাফেজ মোঃ আইয়ূব আলী, সাহিত্য সম্পাদক এস ডি শিমুল , সহ সাহিত্য সম্পাদক সমিরণ চক্রবর্তী শংকু, মাষ্টার হাবিবুর রহমান, মাষ্টার মোঃ ছায়েদ আলী , অর্থ সম্পাদক ঝর্ণা চৌধুরী, সহ অর্থ সম্পাদক মঈনুল হাসান রতন , মোঃ নজরুল ইসলাম সেলিম, প্রকাশনা সম্পাদক কবি মঈনুদ্দিন আহমেদ, সহ-প্রকাশনা সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, প্রচার সম্পাদক সৈয়দ মহসিন আহমেদ, সাংবাদিক জামাল আহমেদ, লেখক কল্যান সম্পাদক শাহ মামুনুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক রাজা স্মরন ভট্টাচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক বকুল চক্রবর্তী , মহিলা সম্পাদক জলি চৌধুরী , দপ্তর সম্পাদক সাংবাদিক মহিবুর রহমান, সদস্য মোঃ সমুজ আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাংবাদিক আব্দুল আওয়াল, মাওঃ মোঃ আবুল কালাম , বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশ্তী , মোঃ আমিনুল ইসলাম, আজির হাসান আরজু, দিল মারুফা আক্তার উর্মি , শামিম চৌধুরী , সাদিয়া আফরিন আরবী, রাজু আহমেদ, শামসুলইসলাম চনু , এম এম শওকত আলী,দিদার এলাহী সাজু সহ ৭১ সদস্য বিশিষ্ট জেলা শাখা কমিটি গঠন করা হয়।