নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে খেলোয়াড় কল্যাণ সমিতি ঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি হোটেলে অনুষ্টিত এক সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে মাজহারুল ইসলাম অপুকে আহ্বায়ক ও নুরুল হক, জহিরুল ইসলাম সোহেল, জুয়েল চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, খোর্শেদ আলম মফিজ, জাহেদ চৌধুরী ও সাব্বিরুল হক রুহেলকে যুগ্ম আহ্বায়ক এবং ওহি দেওয়ান চৌধুরীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ খেলোয়াড়ার কল্যাণ সমিতি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অপু আচার্য্য, গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, পাভেল আহমেদ, আব্দুল মন্নান, জিলা আহমদ, আতাউল করিম আতা, কুতুব উদ্দিন মাখন, ওয়াহিদুজ্জামান জুয়েল, দেলোয়ার হোসেন তানভীর, রাজু আহমদ, এসএম আল আমীন ও আমজদ আহমেদ প্রমূখ।