হবিগঞ্জ: আজ বৃহস্পতিবার হবিগঞ্জ আসছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
তিনি আজ সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরীতে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করবেন। এরপর বিকাল ৩টায় হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জেলা কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি রোটারিয়ান এডভোকেট আবুল খায়ের এর সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
মহাসমাবেশটি পরিচালনা করবেন অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম জানান, আইজিপি এ কে এম শহীদুল হক আজ সকাল ৭টায় ঢাকা থেকে সড়কপথে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সকাল ১১টায় বাহুবলের পুটিজুরিতে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করবেন। এরপর সরাসরি সার্কিট হাউজে আসবেন। পরে বিকেল ৩টায় নিউফিল্ড মাঠে কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে, কমিউনিটি পুলিশিং এর আজকের মহাসমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ।
আলাপকালে জানা গেছে, সমাবেশে ১৫ হাজারের উপরে উপস্থিতির সম্ভাবনা রয়েছে। ৮ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদুর রহমান মনির জানান, জেলার প্রত্যেকটি ওয়ার্ডসহ ১৫ হাজার কমিউনিটি পুলিশিং এর সদস্য রয়েছে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়েছে। এই মহাসমাবেশকে সামনে রেখে এক সপ্তাহ পূর্ব থেকেই নিউফিল্ডে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়।
সমাবেশস্থলের সম্মুখে আইজিপি শহীদুল হককে স্বাগত জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সড়কে কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকেও তোরণ নির্মাণ করা হয়েছে। মহাসমাবেশ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস ও হবিগঞ্জের কৃতি সন্তান আশিকসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।