স্পোর্টস ডেস্ক : তৃতীয় সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম।আকরামের স্ত্রী অস্ট্রেলিয়ান সানিয়েরা আকরাম একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নবাগত শিশুটির নাম রাখা হয়েছে আইলা আকরাম।আকরামের ম্যানেজার আরসালান এইচ শাহ রোববার সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ সংবাদ নিশ্চিত করেন।তিনি এবং সানেরিয়া তাদের প্রথম সন্তান আশা করছেন বলে গত সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিলেন। প্রথম স্ত্রী’র গর্ভজাত দু’টি পুত্র সন্তান রয়েছে আকরামের। বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন এ দম্পতি।