এম এ আই সজিব , হবিগঞ্জ প্রতিনিধি : টমটমে নাম্বার নিয়ে চলছে পৌর কর্মচারীদের বিভিন্ন ধরণের জালিয়াতি এমন অভিযোগ তোলছেন টমটম চালকরা।
সরজমিনে দেখা যায়, গতকাল পৌরসভায় গিয়ে দেখা যায় লাইনে দাড়ানো ড্রইভাররা লাইনেই দাড়িয়ে রয়েছে আর পিছনের দরজা দিয়ে পৌরকর্মচারীরা মোটা অংক্ষের টাকা দিয়ে টমটমে নাম্বার পেট। জুনজিত দাশ মেয়র পি.এস হয়েও নিচে এসে টমটমের নাম্বার বিক্রি করেতে দেখা যায় এবং তার সাথে রয়েছেন সিদ্ধার্ত বিশ্বাস, এস এস ও মহিবুর, তাজুল, ফরিদ। এক পর্যয়ে টমটম চালকরা তা বুজতে পেরে হট্রগোল বাধায়।
চালকরা আরো জানায়, আমরা রাত ৪টা থেকে লাইন ধরে বসে আছি আর তারা এসব করতেছে।
খবর পেয়ে সদর থানা পুলিশ এসে পরিস্থিতি।অপর একটি সূত্র জানায়, ঐ অসাধু কর্মচারীরা লুকিয়ে ৮ থেকে ১০ হাজার টাকা দিয়ে টমটমের নাম্বার বিক্রি করে দিচ্ছেন যার সরকারী ফিস মাত্র ২ হাজার আবার নাম্বার প্লেট লাগাতে নিচ্ছে ৫০ টাকা যা সম্পূর্ণ অবৈধ। এ ব্যপারে পৌরসভার মেয়র পিয়ারা বেগম এর সাথে ফোনে আলাপ করতে অনেক চেষ্টা করলেও তিনি ফোন রিসেভ করেন নি।