নবীগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল রবিবার রাতে সম্ভাব্য মেয়র প্রার্থী জাহাঙ্গীর রানা’র আহ্বানে তার নিজ বাড়ি রাজাবাদ গ্রামে পৌর এলাকার রাজাবাদ ও আশপাশের পাঁচ গ্রামের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় ৫ গ্রামের প্রায় দুই সহস্রাধিক মানুষের উপস্থিতিতে কবি, গিতিকার, টিভি উপস্থাপক, নবীগঞ্জের অত্যন্ত প্রিয়মুখ, ৯০ দশকের তুখোড়, মেধাবী ছাত্রনেতা জনাব জাহাঙ্গীর রানাকে একক প্রার্থী ( স্বতন্ত্র) হিসাবে স্বতস্ফুর্ত ঘোষণা দেয়া হয় । উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আজ থেকে জাহাঙ্গীর রানা প্রার্থী নন, আমরা পাঁচ গ্রাম সহ নবীগঞ্জ পৌরসভার শান্তিপ্রিয় সকল জনগণই প্রার্থী। দলমতের উর্ধ্বে থেকে জাহাঙ্গীর রানাকে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে সার্বিক সহযোগিতা করার জন্যও সভা থেকে পৌর নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরে নেতৃবৃন্দ আজ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা করার জন্য অনুমতি ও নির্দেশনা প্রদান করেন।