: ১২ নভেম্বর পুলিশের আইজিপি আগমন ও কমিউনিটি পুলিশিং ইউনিটর সম্মেল কে সফল করার লক্ষ্যে তেঘরিয়া ৮নং ওয়ার্ডে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ইউনিটি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেণ কমিটির সভাপতি মোঃ তৈয়ব আলী (প্রাক্তনমেম্বার)।
কমিটির সাধারণ সম্পাদক মোঃ অনু মিয়ার পরিচালনায় সভায় বক্তৃতা করেণ উপদেষ্টা মোঃ তারা মিয়া, কমিটির সহ-সভাপতি মোঃ সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরজত আলী, সদস্য মোঃ অচ্ছত আলী, মোঃ আশিক মিয়া। অনান্যদের মাঝে বক্তৃতা করেণ সাবেক মেম্বার মোঃ পেরা মিয়া ও মোঃ কুতুব আলী প্রমূখ।
এ সভায় কমিউনিটিং পুলিশের কার্যকরী পষিদের সকল সদস্যগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভায় বৃহ¯প্রতিবারের অনুষ্টিত কমিউনিটি পুলিশিং সম্মেলনকে সফল করার লক্ষ্যে সকলই সর্বাত্বক সহযোগীতা করার জন্য সিদ্ধান্ত নেন।