মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মহরম আলীর ছেলে রুবেল মিয়া (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাড়িঁর এসআই শহিদ উল্লা পিপিএম এর নেতৃত্বে এক দল পুলিশ ঢাকা-সিলেট পুরাতন মহা সড়ক নোয়াহাটির মোড় থেকে গ্রেফতার করে।
এসআই শহিদ উল্লা পিপিএম জানান, ধৃত রুবেল মিয়ার বিরুদ্ধে চুরি,চিনতাই,রাহাজানি ও ডাকতিসহ একাধিক অভিযোগ রয়েছে।