মোযযাম্মিল মাছুমী, বিশেষ প্রতিনিধি।। নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে গভীর রাতে বাজার পরিচ্ছন্নকারী শহীদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রেরর আঘাতে নির্মমভাবে খুন করেছে দূর্বৃত্তরা।
রবিবার রাত আনুমানিক ১১টায় ফান্দাউক মাছ বাজারে বাবুল মিয়ার দোকানে এই ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ী পাশের দোকানে থাকা নাসির মিয়া জানান, ডাকাতের একটি দল শহীদ মিয়াকে ধারালো ছুরি দিয়ে পেঠে আঘাত করে নাড়ি-বুড়ি বের করে ফেলে চলে যায়। শহীদের চিৎকার শুনে আমি বাজারের মানুষকে জাগ্রত করে পুলিশকে খবর দেই।
খবর পেয়ে নাসিরনগর থানার দারোগা মনির হেসেন ঘটনাস্থলে এসে তাকে জীবিত পায়, এ সময় শহীদ মিয়া নিজেও ঘটনার উল্লেখপুর্বক জবানবন্দি দেয়। জবানবন্দি শুনার পর দারোগা মনির আলমগির মেম্বার ও মহিলা মেম্বারের স্বামী জামালকে খবর দিলে, তারা আসার পর ঘটনাস্থলেই শহীদ মিয়ার মৃত্যু হয়।
উপস্থিত লোকেরা জানায় তার কোন পরিচয় আমাদের জানা নাই। তবে শহীদ মিয়া ছোট বেলায় নাসিরনগর আসে এবং সেখানেই সে বড় হয়। গত কিছুদিন ধরে সে ফান্দাউকে বাবুল মিয়ার পরিচয়ে এসে পরিচ্ছন্ন কর্মী হিসেবেই পরিচিত। পরে স্থানীয় চেয়ারম্যান হাজী ফারুকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার।সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।