সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে সাত বস্তা চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বোমাগুলো উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ।
চকলেট বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
তিনি জানান, শ্রীরামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে জকিগঞ্জ উপজেলা থেকে আসা সিএনজি অটোরিকশা থামানো হয়। ওই অটোরিকশায় প্রতিটি ৫০ কেজির সাতটি বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে চকলেট বোমা পাওয়া গেছে।
তিনি আরো জানান, তাজুল ও বালাই নামের দুইজনকে আটক করা হয়েছে।