সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত হারাতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রোববার ভোরে নামাজ আদায় করতে বাসার পাশের মসজিদে গিয়ে শামীম আহমেদ (৪০) মারা যান।
শামীম আহমেদ ফজরের নামাজ আদায় করতে বাসার পাশের সাফরা মসজিদে যান। সুন্নত নামাজের দ্বিতীয় সিজদায় গিয়ে লুটিয়ে পড়েন। অন্য মুসল্লিরা এগিয়ে এলে তাকে মৃত দেখতে পান।
শামীম আহমেদ সিলেট শহরের ঝেরঝেরি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে। তিনি হারায় একটি রিয়েল এস্টেট অফিসে কর্মরত ছিলেন।
পরিবারের সম্মতি পাওয়ায় আগামী ২/১ দিনের মধ্যে রিয়াদে শামীম আহমেদকে দাফন করা হবে।