এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার রাত ১১ থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত বিএনপি, জামাত-শিবিরের ১০ নেতাকর্মীকে এবং আইনজীবি আটক করা হয়েছে।
এ সময় তাদের নিকট থেকে ৬টি ককটেল, ৮ বস্তা জেহাদী বই, ৫টি ফেন্সিডিল, ৬টা ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম, প্রচুর পটকা ও চকলেট বোম এবং নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় একটি প্রাইভেটকার (ঢাকা মোট্রো গ-২৩-৩২৩৬) এবং ১টি সি.এন.জি (হবিঃ থ ১১-২৩৩৯) আটক করা হয়েছে।
আটককৃতরা হলো জেলা জজ কোর্টের এডঃ সাব্বির আহমেদ, কৃষকদল নেতা সফিকুর রহমান, শিবির নেতা আব্দুল্লাহ, ছাব্বির আলী, সৈয়দ হাফিজুর রহমান, রমজান আলী, সাদেক মিয়া, মোজাফ্ফর হোসেন, জাহিদ মিয়া ও জসিম উদ্দিন ও সি.এন.জি চালক , সোহেল মিয়া।
গতকাল সন্ধ্যা থেকেই অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর বেশ কয়েকটি টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে অংশ নেয় র্যাব, বিজিবি, জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশের একাধিক টিম। রাত ৩টার দিকে যৌথবাহিনীর অভিযানের পর সদর থানায় এক প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সারাদেশে বিএনপি জামাতের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, যৌথবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে। যৌথবাহিনীর এই অভিযানে সহায়তা করেন, র্যাব ৯ এর এ এস পি নেতৃত্বে ১টি টিম, ৫৫ ব্যাটিলিয়ানের সুবেদার ইলিয়াস আলী নেতৃত্বে ১টি টিম এছাড়াও এ সময় সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ও ডিবির পুলিশের ইনচার্জ মোক্তাদির হোসেন উপস্থিত ছিলেন।