নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: মহাসড়কে অবৈধভাবে সিএনজি চলাচলের প্রতিবাদে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আজ রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শংখ শুভ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ।
এদিকে জেলার সকল অভ্যন্তরিন সড়কে পরিবহন ধর্মঘটের বিষয়টি শনিবা সন্ধ্যায় শহরে মাইকিং করা হয়।
জেলা মটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক শংখ শুভ্র রায় জানান, মহাসড়কে অবৈধভাবে সিএনজি চালাচল করছে। সরকার থেকে নিষিদ্ধ ঘোষনার পর সিএনজি ব্যাপকভাবে চলাচল করছে। অবৈধ সিএনজি বন্ধের প্রতিবাদে জেলার সকল সড়কে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
তিনি জানান, পর্যায়ক্রমে বৃহত্তর সিলেট বিভাগ নিয়ে পরিবহন ধর্মঘট ডাকা হবে।