এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
অবৈধভাবে টমটম ও ট্রাক্টর-ট্রলি চলাচল করতে দেয়া হবে না। হবিগঞ্জ শহরে আবারো যত্রতত্র টমটম চলাচল করছে। অভিযোগ উঠেছে এক শ্রেণীর মালিক অধিক লাভের আশায় অদক্ষ চালক ও শিশুদের দিয়ে টমটম চালাচ্ছেন। ফলে প্রতিনিয়তই যানজটসহ ঘটছে দূর্ঘটনা।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাফিক পুলিশ সার্কিট হাউজের সামন থেকে এসব অভিযোগসহ অবৈধ অর্ধশতাধিক টমটম আটক করে।
ট্রাফিক ইন্সপেক্টর বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান জানান, অবৈধভাবে টমটম ও ট্রাক্টর-ট্রলি চলাচল করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।