এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
প্রেমের টানে শালিকে নিয়ে পালিয়ে গেছে ২ সন্তানের জনক লম্পট দুলাভাই। গত মঙ্গলবার রাত ২ টার সময় কলেজ পড়–য়া শালিকে নিয়ে তার দুলাভাই হামিদুর রহমান অজানার উদ্দেশ্যে পারি দেয়। প্রেমিক দুলাভাই মাধবপুর উপজেলার আলাবক্সপুর গ্রামের আকতার উদ্দিনের পুত্র।
জানা যায়, একই উপজেলার ভান্ডারুয়া গ্রামের শাহজাহান মিয়ার কন্যা মনতলা ডিগ্রি কলেজের ছাত্রী রোকসানা আক্তার (১৮)’র সাথে তার দুলাভাই হামিদুর রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সে প্রেমের পরিণয় ঘটাতে গত মঙ্গলবার রাতে তারা পালিয়ে যায়।
ঘটনার পরের দিন গত বুধবার রোকসানা পিতা শাহজাহান মিয়া বাদি হয়ে মেয়ের জামাই হামিদুরকে প্রধান আসামী করে মোট ৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার বিকাল ৪টায় মাধবপুর থানায় এস আই মমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রেমিক জুটিকে আটক করে।