এ ঘটনায় হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনসহ বিএনপির অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
এসময় শহরের সার্কিট হাউজ রোড এলাকার গণপূর্ত ভবন, জেলা পরিষদ রেস্ট হাউজ, আটটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) এবং একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এদিকে, ঘটনার পর যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওসি নাজিম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশ অন্তত ৩০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পরে এ সংঘর্ষ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায়ও ছড়িয়ে পড়ে। এতে ওসিসহ বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়।