এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুর কালীবাজার গ্রামে কদ্দুছ মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সে ওই গ্রামের আব্দুস সালামের পুত্র। বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত মঙ্গলবার রাতে কদ্দুছকে বিষাক্রান্ত অবস্থায় ছটপট করতে দেখে পরিবারের লোকজন সদর হাসপাতালে ভর্তি করে। পওে চিকিৎসাধীন অবস্থায় সে গত বুধবার মারা যায়।