নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্টান গতকাল বুধবার বিকালে অনুষ্টিত হয়েছে। ওসমানী রোডস্থ ওই পয়েন্টে অনুষ্টানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন থানা পয়েন্টের সভাপতি আব্দুল মতিন। সাধারণ সম্পাদক আল আমীনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক কবি ও গীতিকার এবং লন্ডনন্থ বাংলা টিভির উপস্থাপক জাহাঙ্গীর রানা, পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম অপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা পয়েন্ট শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে অনুষ্টানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অভিষেক অনুষ্টানের শুভ উদ্বোধন করেন। পরে নব নির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দকে রজনী গন্ধা দিয়ে বরণ করা হয়। অনুষ্টান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।