এম এস জিলানী আখনজী: চুনারুঘাট প্রতিনিধি : বহু প্রতিক্ষা ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪৭ তম পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান।প্রায় একহাজার একশত প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের কল কাকলীতে মুখরিত ছিল রাজার বাজার সরকারী উচ্চবিদ্যালয়ের স্কুল ক্যাম্পাস।এ যেন নবান্নের উৎসবকে ও হার মানাবে।পৌষ এর কনকনে শীত উপেক্ষাকরে প্রবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। পরে জাতীয়পতাকা উত্তোলন ও জাতীয়সঙ্গীত, বর্ণাট্য র্যালী, ব্যাস ভিত্তক স্মৃতিচারণ,দুপুরের খাবার,ম্যাগাজিন এর মোরক উন্মোচন,সন্ধায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরন্য শিল্পী কিশোর পলাশ ও তার দল এবং প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। দেশ-বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা,শিল্পপতি,সাংবাদিক থেকে শুরুকরে শিক্ষক,ব্যাবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তুলেন।বিকাল ৩টায় জেলা প্রশাসক জয়নাল আবেদীন ম্যাগাজিন “আলোরণ” এর মোরক উন্মোচন করেন।
সাথে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিজ্ঞ পি পি এডভোকেট আকবর হো: জিতু,উপজেলা চেয়ারম্যান আবু তাহির,উপজেলা নির্বাহীকর্মকর্তা মাশহুদুল কবির,লন্ডন প্রবাসী মামুন চৌধুরী,শাহ্জালাল বিজ্ঞান ও তত্বপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারুক আহমদ,মেজর ইমরুল,ডা: আ: মান্নান, ইন্জিনিয়ার হাবিবুর রহমান,নাছির উদ্দিন,এড: নুরুল ইসলাম,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এটিএন বাংলার সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সি,চুনারুঘাট রিফোটার্স ইউনিটের সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক নুরুল আমীন,দৈনিক তরফবার্তার বার্তা-সম্পাদক আ:রাজ্জাক রাজুসহ অনেকেই নিজের শিক্ষাজীবনের স্মৃতি তুলে ধরেন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাগাজিন “আলোরণ” এর সম্পাদক মন্ডলী মো: মতিউর রহমান,শে.ই.ম আব্দুর রউফ,মো: জালাল উদ্দিন,কামাল আহমেদ,স্বপন কুমার দেব রায়,খোয়াই সাহিত্য সংসদের ঋতু ভিত্তিক প্রকাশনা “ষরঋতু”র সম্পাদক ও বিভিন্ন গল্প,উপন্যাস,প্রবন্ধ,নাটক এবং কবিতার কবি মোহাম্মদ মুহিবু রহমান জিতু।এদিকে আয়োজকদের মধ্য থেকে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু,কল্যান কুমার দেব পিন্টু,মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ ,শাহীন চৌ:,মতিউর মাষ্ঠার,জালাল মাষ্ঠার,মাসুক মাষ্ঠার,দুলাল মেম্বার,সোহেল মেম্বার,ইসমাইল হোসেন, কামরুল হাসান শামীম,মুহিবুর রহমান জিতু প্রমূখ।