বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুলের তরুন সাংবাদিক এটিএম তামিম আর নেই।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
নিহত তামিম বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। প্রখ্যাত আলেমেদীন মরহুম হজরত মাওলানা গুলাম মাওলা নেজামী সাহেবের বড় ছেলে । সে বাহুবল মডেল প্রেস ক্লাবের সদস্য।
মৃত্যুকালে স্ত্রী ১ছেলে, মা-বাবা, ভাই বোনসহ অসংখ্য আত্নীয় স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস রোগে ভুগছিলেন। গত সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার অবস্থার অবনতি ঘটলে বাহুবল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেপার করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের আইসিস কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর .কম পরিবার।
করাঙ্গীনিউজ ২৪.কম সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান মাসুম এক শোকবার্তায় মরহুমের আত্নার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মরহুমের নিজ বাড়ীতে জানাজা অনুষ্টিত হবে। উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকতে সকল সাংবাদিক ও শুভাকাঙ্খিদের অনুরোধ জানিয়েছেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম শামসুদ্দিন।