হবিগঞ্জ: হবিগঞ্জ সদর থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে চুরি, ডাকাতি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামীকে আটক করেছে।
আটককৃতরা হল হবিগঞ্জ সদর উপজেলার কাশীপুর গ্রামের শের আলীর পুত্র খুর্শেদ আলী (২০), সাধু মিয়ার পুত্র রইছ আলী (৩০) ও রেজ্জাক মিয়ার পুত্র মতলিব (২৬)।
গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ রাতভর ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের বাড়ির গোয়াল ঘর থেকে আটক করে।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে চুরি ডাকাতি, ছিনতাইসহ নারী নির্যাতন মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়।
এতদিন তারা আত্মগোপনে ছিল। শনিবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।