দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : সারা দেশে প্রতিবছরের ন্যায় শায়েস্তাগঞ্জে “সৃজনশীল প্রতিভা বিকাশে সুনীপণ সুপান” শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ শে ডিসেম্বর সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি প্রভাষক মাওঃ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মাওঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল কাদির বিপ্লবী, জেলা ছাত্রসেনা সভাপতি মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ইসলামী ফ্রন্ট নেতা ইকবাল হোসেন, মাওঃ খাইর উদ্দিন, মোঃ আব্দুল ওয়াহেদ বাচ্চু, মাওলানা কাজী আব্দুল কাইয়ুম সিদ্দিকী, মাওঃ তাজুল ইসলাম বিপ্লবী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত কেন্দ্রের প্রধান শিক্ষক, মোঃ আবিদুর রহমান, সহ-প্রধান জালাল আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ লিলু মিয়া, কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন শায়েস্তাগঞ্জ ছাত্র সেনা সভাপতি কে এম ফরাশ উদ্দিন, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সহ সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সার্বিক দায়িত্ব পালন করেন মাওঃ ক্বারী শাহ আলম, হাফেজ মোজাহিদ আহমদ মানিক, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইদ্রিছ আলী, হাফেজ এম এ হান্নান, মোঃ আব্দুল বাছির চৌধুরী, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ জামিল আহমদ বাচ্চু, মোঃ আল-আমিন, ফয়সল আহমদ প্রমুখ।