শাহ মনসুর আলী নোমান : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ কাজির বাজার সড়কের কাজিরগাঁও,আগনা নামক স্থানে এই ব্রিজটিতে দীর্ঘদিন যাবৎ গর্ত দেখা দেয়ায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।
নবীগঞ্জ, আজমিরীগুঞ্জ,জগন্নাথপুর, বানিয়াচং ও দিরাই উপজেলার এক বিরাট জনগোষ্ঠী এই সড়ক
দিয়েই ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন ; কিন্তু এই ব্রিজে গর্ত থাকার ফলে প্রায় সময়ই
যান-যট লেগে থাকে। ছাত্র- শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি মহল সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হচ্ছেন।
জরুরী ভিত্তিতে এই ব্রিজটি সংস্কার করা না হলে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ও প্রাণ-নাশের আশংকা করেছেন স্থানীয় মহল।