এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : ১২ পিচ কোরেক্স, হোয়াইট মেজ্যিক (বটকা) ৩টা, বিদেশী মদ (ম্যাকডোনালস) ৩টা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই সুদ্বীপ রায় নেতৃত্বে ডিবি পুলিশের একদল সন্ধ্যায় ৮ টার দিকে চুনারুঘাট উপজেলার ছিরিকুটা এলাকার নরপতি গ্রামের আবুল কালামের বসত ঘরে তলাশী চালিয়ে এই মাদক উদ্ধার করে, কিন্ত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
এব্যপারে এস আই সুদ্বীপ রায় জানান, আবুল কালাম দির্ঘ দিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি আরো বলেন, হবিগঞ্জ থেকে মাদক নির্মূল করার জন্য যা যা করার দরকার তা আমরা করব।