এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি “ কিশোরগঞ্জ জেলার অষ্ঠগ্রাম থানার কদমচান গ্রামের ১ সন্তান এর এক জনকের আত্মহত্যা । মো: সুজেন হোসেন (২৫) গতকাল রাত আনুমানিক ১২টার দিকে বিষ খেয়ে ছটপট করতে থাকলে পরিবারের অন্যান্যরা কোনো কিছু বুঝতে না পেরে প্রথমে ১ পলী চিকিৎসকে দেখায় পওে ভোরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আশংঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে সকাল ৯টায় মারা যায়।
মো: সুজেন হোসেন (২৫) কিশোরগঞ্জ জেলার অষ্ঠগ্রাম থানার কদমচান গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
নিহতের নানী জানান, মো: সুজেন হোসেন গতকাল রাতে খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে তিনি নিজ ঘরের দরজা লাগিয়ে সবার অগোচরে বিষ খায়।